তুমি আছো
তুমি আছো
তাই বেঁচে আছে আমার প্রাণ
আমার ছিন্নবাধা পলাতক মন,
তুমি আছো
তাই আজও আমার শিরা উপশিরাগুলো শিহরিত হয়,
অনুভূতি জাগায়
রক্তে ভালোবাসার ভাইরাস প্রবাহিত হয়।
তুমি আছো
তাই আজও আমি স্বপ্ন দেখি কয়েকটি সোনালী দিনের,
ফুলে শোভিতো একটি বাসর শয্যার।
তুমি আছো
তাই আজও আমি দুর্বা ঘাসের টলমলে শিশিরের স্নিগ্ধতা অনুভব করি,
অনুভব করি তোমার লজ্জারাঙ্গা মুখ
ভাসা ভাসা দুটি চোখ,
উদাসী জানালার পাশে বাতাশে উড়া তোমার একগুচ্ছ কেশ
আর তোমার উষ্ণ পরশ।
তুমি আছো বলেইতো
আজও আমার কলম চলে
গল্প কবিতা আর উপন্যাসের খাতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন