হারিয়ে গিয়েছো তুমি
কিন্তু হারিয়ে যায়নি তোমার স্মৃতির পান্ডুলিপি
আমার হৃদয় থেকে।
তাইতো এই মন আজও তোমাকে খোঁজে
কখনো পাখিদের মেলায়
কখনো জোনাকিদের আলো আধারের মাঝে।
চাঁদের আলো দিয়ে খুজেছি তোমায়
কখনো গ্রহ নক্ষত্র
আবার তারাদের ভীড়ে।
খুঁজে পাইনি
তবুও হতাশায় নুয়ে পড়েনি আমার জীর্ণ শরীর,
খুঁজেছি তোমায় নদীর পাড়ে গ্রামে গ্রামে
কখনো সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে।
খুঁজে পাইনি তোমায়,
আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত।
মাঝে মাঝে মনে হয়
তুমি আছো
এই পৃথিবীর অদৃশ্যের মাঝে
না হয় মিশে গিয়েছো এই বাংলার সরশ মাটির বুকে
তবুও তোমার প্রতিক্ষায় থাকবো
আমার হৃদয় জানালা খুলে।
কিন্তু হারিয়ে যায়নি তোমার স্মৃতির পান্ডুলিপি
আমার হৃদয় থেকে।
তাইতো এই মন আজও তোমাকে খোঁজে
কখনো পাখিদের মেলায়
কখনো জোনাকিদের আলো আধারের মাঝে।
চাঁদের আলো দিয়ে খুজেছি তোমায়
কখনো গ্রহ নক্ষত্র
আবার তারাদের ভীড়ে।
খুঁজে পাইনি
তবুও হতাশায় নুয়ে পড়েনি আমার জীর্ণ শরীর,
খুঁজেছি তোমায় নদীর পাড়ে গ্রামে গ্রামে
কখনো সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে।
খুঁজে পাইনি তোমায়,
আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত।
মাঝে মাঝে মনে হয়
তুমি আছো
এই পৃথিবীর অদৃশ্যের মাঝে
না হয় মিশে গিয়েছো এই বাংলার সরশ মাটির বুকে
তবুও তোমার প্রতিক্ষায় থাকবো
আমার হৃদয় জানালা খুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন