প্যারিসের সমস্ত শরীর এখন তুষারে ঢাকা। প্রকৃতির এক অকৃত্রিম অলংকারে সাজিয়েছে তার সমস্ত দেহ। প্যারিসের রুপের দিকে তাকালে প্রেমে পড়বেনা এমন মানুষ খুজে পাওয়াই দায়। শত শত বছর ধরে হাজার হাজার শিল্পী প্যারিসের রুপের উৎকর্ষ সাধনের যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা আজ পন্ডশ্রমে পর্যভূষিত।প্যারিসের আজকের রুপের কাছে শিল্পকলার সমস্ত সৃষ্টিই পরাজিত। প্যারিসের রাস্তায় হাঁটতে বের হলে স্বর্গীয় অনুভূতিতে যে কারো দেহ মন আচ্ছাদিত হতে পারে। যে হৃদয় পাথরসম অনুভূতিহীন প্যারিসের আজকের প্রকৃতি সেই হৃদয়ে প্রাণের সঞ্চার করতে দুহাত বাড়িয়ে ডাকছে ।প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখার জন্য ক্যামেরা হাতে বেড়িয়ে পড়েছে অসংখ্য সৌন্দর্য় পিপাসু্ মানুষ নিজেকে স্মৃতি করে রাখার জন্য। বৃষ্টির দিনে বাংলার দুরন্ত কিশোর কিশোরী যেমন বৃষ্টিতে ভিজে তার দুরন্ততা ,দুষ্টমীতে প্রকৃতির হেয়ালীপনাকে সার্থক করে তোলে, তেমনি প্যারিসের বুকে বেড়ে ওঠা দুরন্ত কিশোর কিশোরীর দলও প্রকৃতির এই উৎসবের দিনে উজার করে উচ্ছাস ঢেলে দিচ্ছে। বাংলার বর্ষা ,বসন্ত,শরৎ যেমন প্রেমিক প্রেমিকার মনে দোলা দেয়,অনুভূতিতে ভিন্নতা আনে,হৃদয়ের রংয়ের বৈচিত্রতা আনে ,কিন্ত পশ্চিমা প্রেমিক প্রেমিকার হৃদয়ে আমাদের মত এত বৈচিত্রতা না থাকলেও আজকের প্যারিসের প্রকৃতি অবশ্যই ওদেরকে রোমাঞ্চিত করছে। তুষারের সাদা শুভ্রতার মতই সুন্দর হয়ে উঠুক পৃথিবীর সমস্ত মানুষের অন্তর, তুষারের গলিত পানিতে ধুয়ে মুছে যাক পৃথিবীর অসত্য,বাসি পঁচা মতবাদ ,সত্যের আলোয় জেগে উঠুক নতুন এক পৃথিবী ।…………………….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন