হত্যা , রাহাজানি ,নতুনত্ব লোমহর্ষক ঘটনার মধ্যদিয়ে বাংলাদেশের প্রতিদিনের সূর্ষ্য পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। কিন্তু যারা দেশের চালকের আসনে ষোল কোটি মানুষের অবিভাবক হয়ে বসে আছেন ,তাদের দৃষ্টিতে দেশ তাদের হাতে সেরা সময় পার করছে। রঙিন শাড়ী ,মুক্ত ঝড়া হাসি , স্যুট কোর্ট এবং তাদের গলায় পেচানো টাই এর বন্ধন দেখে মনে হয় আসলেই তারা কত সুখী ও সফল জাতীগোষ্ঠীর অভিভাবক। অন্তরে সুখ না থাকলে কি এমন বেশভূষা শোভা পায়। ক্ষমতা বলে কথা ! ক্ষমতা স্বাদ মাদকের নেশার মত । এক জন মাদক সেবী নেশা নিবারণের জন্য কোন খুন বা অপকর্ম করলে যেমন আমাদের অবাক হওয়ার কিছু থাকেনা। আবার নেশাখোর যখন খুন করে নেশার ঘোরে থাকে তখন তার কাছে খুনের জন্য অনুতপ্ততা বা অনুশোচনা কাজ করেনা বরং পৃথিবীকে স্বর্গের মত সুন্দর মনে হয়। তেমনি বাংলাদেশ আজ ক্ষমতা আসক্ত নেশাখোরদের দখলে……ক্ষমতার নেশা কাটানোর জন্য ক্ষমতা খেকুরা শত শত লাশের ওপর সওয়ার করে ক্ষমতার আসনে বসলেও তাই আজ আমাদের অবাক লাগেনা। ক্ষমতার নেশার ঘোরে তাই ওদের কাছে মনে হয় বাংলাদেশ সুখী সমৃদ্ধ স্বর্গভূমি। ষোল কোটি মানুষের বত্রিশ কোটি হাতে আজ নেশাখোরদের পড়ানো শৃংখল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন