শিল্প সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি বলা হয়ে থাকে প্যারিস নগরীকে।এই নগরীর রাস্তায় বের হয়ে চোখ মেললেই দেখা মেলে অসংখ্য শিল্পীর শৈল্পিক ও সাংস্কৃতিক কর্মকান্ড।যা দেখে মনে হতে পারে,এ নগরী যেন শিল্পী ও সাহিত্যিকদের এক মিলন কেন্দ্র।সারা পৃথিবীর শিল্প ও সাংস্কৃতির বৈচিত্র্যময়তার খোঁজও মেলে এই নগরীতে।এক সন্ধ্যায় প্যারিসের বিবলিওটেক সন্ত্র পমপিদোর সামনে দিয়ে হেঁটে আসার সময় এক ভিন্ন বাদ্যযন্ত্রের মিষ্টি সুরের মুর্ছনায় কিছুক্ষণের জন্য থমকে দাড়ালাম।কাছে গিয়ে দেখা মিললো চীনা একটি মেয়ে আমাদের দেশের দোতারা সদৃশ একটি বাদ্যযন্ত্র আপন মনে বাজিয়ে চলছে।বাজানোর এক ফাঁকে নিজ আগ্রহভরেই কথা বললাম মেয়েটির সাথে।মেয়েটির নাম বিংলান সি।বিংলানয়ের বাজানো বাদ্যযন্ত্রটির নাম পিপা।এটি একটি চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র।পিপা বাজানো বিংলানের নেশা ও শখ।তাই কাজের ফাঁকে কখনো সুযোগ পেলেই প্যারিসের কোন দর্শনীয় এলাকায় বসে দর্শনার্থীদের শোনান পিপার সুর এবং এই চীনা ঐতিহ্যের বাদ্যযন্ত্রটিকে পরিচয় করিয়ে দিতে চান ভিনদেশী মানুষের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন