যতবার, তুমি উপরে উঠতে চেয়েছ
ততবার, আমি পিঠ পেতে দিয়েছি,
যতবার, স্পর্শ করেছ তোমার প্রত্যাশার সিঁড়ি
ততবারই, চাবুকের আঘাতে দাগ কেটে ছবি এঁকেছ
আমার প্রশস্ত বুকে।
তোমার সুউচ্চ চূড়া থেকে
এবার নিচের দিকে তাকিয়ে দেখ
তোমার পায়ের ভরে কতটা ক্ষত বিক্ষত হয়েছে সিঁড়িগুলো,
রক্তের লাল রঙয়ে কতটা রাঙ্গিয়েছ তোমার পা ……?
ততবার, আমি পিঠ পেতে দিয়েছি,
যতবার, স্পর্শ করেছ তোমার প্রত্যাশার সিঁড়ি
ততবারই, চাবুকের আঘাতে দাগ কেটে ছবি এঁকেছ
আমার প্রশস্ত বুকে।
তোমার সুউচ্চ চূড়া থেকে
এবার নিচের দিকে তাকিয়ে দেখ
তোমার পায়ের ভরে কতটা ক্ষত বিক্ষত হয়েছে সিঁড়িগুলো,
রক্তের লাল রঙয়ে কতটা রাঙ্গিয়েছ তোমার পা ……?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন