যুদ্ধের সময় বোমার আঘাতে নগর, জনপদ ধ্বংস হয়ে যায়, এটা দৃশ্যমান।পৃথিবীতে আরও একটি অদৃশ্যমান বোমা রয়েছে যা দৃশ্যমান বোমার মতই শক্তিশালী যা মানুষের অদৃশ্য মধুর সম্পর্কের সংযোগ ছিন্ন করে, নাম কানকথা।অর্থাৎ,দ্বন্দ্ব সৃষ্টির উদ্দেশ্য কারো কানে অন্যের নামে মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া।আমাদের মধ্যে এক শ্রেণির মানুষ রয়েছে যারা অন্যের সঙ্গে বিবাদ সৃষ্টি করে দূর থেকে এক ধরনের বন্য আনন্দ লাভের উদ্দেশ্যে মূলত এমন কর্ম করে থাকে।এমন কুপ্রবৃত্তি সমাজের স্যুটকোট পরা শিক্ষিত ও অশিক্ষিত উভয় শ্রেণীর মানুষের মধ্যেই রয়েছে। যাদের ব্যক্তিত্ব দুর্বল তারা পর্যবেক্ষণ ছাড়াই এমন কান কথায় কান দিয়ে প্রথমেই আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায় , কখনো নিজের মধ্যে সন্দেহজনক মনোবৃত্তির উদয় ঘটায়। এমন আচরণের কারণে অনেক সময় দীর্ঘদিনের কাছের বন্ধুত্বের সম্পর্ক ভেঙ্গে যায়, পরিবার ধ্বংস মুখে নিপতিত হয়। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এমন কথা শুনে কখনো তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখান না।তার শত্রুর নামেও কান কথা লাগালে তারা পর্যবেক্ষণ করেন।
তাই কোন মানুষ কারো নামে কোন কথা তার অনুপস্থিতিতে বললে সবসময় প্রতিক্রিয়া দেখানোর পূর্বে পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। তা নাহলে তিলে তিলে গড়া একটি বন্ধুত্ব ও বিশ্বস্থতার সম্পর্ক বোমার আঘাতের মতই ভেঙ্গে তছনছ হয়ে যেতে পারে।এতে দুষ্ট মানুষ আপনার ধ্বংস দেখে দূর থেকে খিলখিল করে হাসবে আর আপনি আপনার ধ্বংসের দহনে জ্বলতে থাকবেন।
তাই কান কথায় প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ এনং পর্যবেক্ষণ ...............