শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

কে রাজনৈতিক নেতা ?

একজন ব্যবসায়ী খোঁজে মুনাফা, শিল্পী খোঁজে তারকা খ্যাতি , খেলোয়াড় খোঁজে ম্যাচ সেরার পুরষ্কার আর মেডেল, আমলা খোঁজে পরিপাটি চেয়ার, মোটা অঙ্কের বেতন, কিন্তু যে মানুষটির মুনাফার মনোবৃত্তি নেই, নেই তারকা খ্যাতির সুপ্ত বাসনা বা ম্যাচ সেরার পুরস্কারের আকাঙ্ক্ষা, অধনস্থ ঘেরা নির্দেশের নরম চেয়ারের স্বাদ যার কাছে তুচ্ছ, তিনিই রাজনৈতিক নেতা , মানুষের সমস্যা,শঙ্কট, সমাধান ও সম্ভাবনা যিনি অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পান, তিনিই রাজনৈতিক নেতা। পরিবারকে পরিবার না ভেবে সমাজ ও রাষ্ট্রকে যিনি পরিবার ভাবেন, তিনিই রাজনৈতিক নেতা।

২টি মন্তব্য:

  1. এই ভাবনা, মনন, স্পৃহা যদি সংশ্লিষ্টদের মধ্যে বহমান হতো, তবে কেমন সমাজ, রাষ্ট্র গড়ে উঠতো ভাবতে পারেন!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তবে যুগে যুগে এমন মহান মানুষদের ত্যাগের বিনিময়েই পেয়েছি আমাদের আজকের এই সমাজ সভ্যতা, তবে বর্তমানে এমন মানসিকতা সম্পন্ন মানুষের বড়ই অভাব। চারদিকে শুধু ভোগবাদী নেতার ছড়াছড়ি ।

      মুছুন